Textile Engineering

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্র অন্যতম। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে এ খাত থেকেই  সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ শিল্প বিশ্ববাজারে সুনাম অর্জনের পাশাপাশি সৃষ্টি করেছে লাখ লাখ লোকের কর্মসংস্থান।  মোট কথা, বাংলাদেশের রপ্তানি শিল্পে এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বস্ত্র প্রকৌশলবিদ্যার উন্নতি। বিশ্ববাজারে প্রকৌশলবিদ্যার কাতারে বস্ত্র প্রকৌশলবিদ্যা এখন একটি উজ্জ্বল নাম। বাংলাদেশে টেক্সটাইল শিল্পের দ্রুত বিকাশ ঘটে চলেছে। বিশ্বমানের টেক্সটাইল শিল্পের কাতারে বাংলাদেশের টেক্সটাইল শিল্প ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যার ফলে এই শিল্পে প্রয়োজন দক্ষ প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের। টেক্সটাইল নিয়ে পড়ালেখার জন্য গড়ে উঠেছে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পর সহজেই ডিজাইনার, ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার/টেকনোলজিস্ট, বায়িং  হাউস, ব্যাংক, কাস্টমস, পাট ও বস্ত্র গবেষণা ইনস্টিটিউটে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, বিএসসি, এমএসসি, এমবিএ সবে করা যায়।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
১) ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি
২)  ডিপ্লোমা ইন জুট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তির যোগ্যতা: ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এস.এস.সি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, ভোকেশনাল/ দাখিল পরীক্ষায়  উত্তীর্ণসহ হতে হবে।

ডিপ্লোমা পর্যায়ের অনেকগুলো সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট আছে, যেগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায়।

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
1. B.Sc. in Textile Engineering (Yarn)
2. B.Sc. in Textile Engineering (Fabric)
3. B.Sc. in Textile Engineering (Wet Process)
4. B.Sc. in Textile Engineering (Apparel)
5. B.Sc. in Textile Engineering (Management)
6. B.Sc. in Textile Engineering (Fashion and Design)
7. B.Sc. in Textile Engineering (Industrial and Production)

এমএসসি ও এমবিএ কোর্সগুলো হচ্ছে-
Post Graduate Courses (M.Sc. in Textile Engineering)
* Yarn Manufacturing
* Fabric Manufacturing
* Wet Process
* Apparel Manufacturing

MBA in Textiles(Management & Business Studies)

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতা: B.Sc. in Textile Engineering এ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেও B.Sc. in Textile Engineering, তবে সব প্রতিষ্ঠানে করা যায় না। আপনি যেখানে  ভর্তি হতে চান, তাদের সাথে যোগাযোগ করে নিবেন।

কোথায় পড়বেন :
বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, টেক্সটাইল কলেজ, ডিগ্রি পর্যায়ের কলেজ, ডিপ্লোমা পর্যায়ের ইনস্টিটিউট এবং  সরকারি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল)  টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা দিচ্ছে। সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানে বস্ত্র প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও  ঠিকানা নিচে দেয়া হল-
সরকারি-
মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://mbstu.ac.bd/

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
ওয়েবঃ http://www.butex.edu.bd/

বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
ওয়েবঃ http://btec.jimdo.com/

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
ওয়েবঃ http://www.pabtec.gov.bd/

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
ওয়েবঃ http://www.ctec.gov.bd/

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
কালিহাতী,টাংগাইল।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
ওয়েবঃ http://www.arstecb.com/

বেসরকারি:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট, সাভার
নয়ারহাট,সাভার,ঢাকা।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ওয়েবঃ http://www.aust.edu/

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ওয়েবঃ http://www.daffodilvarsity.edu.bd/

প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
ওয়েবঃ http://test.primeasia.edu.bd/

সাউথ ইস্ট ইউনিভার্সিটি
ওয়েবঃ http://www.seu.ac.bd/

বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
ওয়েবঃ http://www.bift.info/

শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
শ্যামলী, ঢাকা।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ওয়েবঃ http://www.atishdipankaruniversity.edu.bd/

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়েবঃ http://www.wub.edu.bd/

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়েবঃ http://green.edu.bd/gub/

সিটি ইউনিভার্সিটি
ওয়েবঃ http://www.cityuniversity.edu.bd/

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া
ওয়েবঃ http://www.unisa.ac.bd/

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়েবঃ http://www.pub.ac.bd/

ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
ওয়েবঃ http://www.nift.edu.bd/

এছাড়াও আরও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষা প্রদান করছে।

ই টিপসঃ স্বপ্ন পূরণের প্রথম শর্ত হচ্ছে, স্বপ্ন দেখতে জানতে হয়।

এই পোস্টটি শেয়ার করুন